বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুরে ১০ দিন ব্যাপী বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে ১০ দিন ব্যাপী বৃক্ষ মেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে শহীদ সামছুজোহা পার্কে জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এ বৃক্ষ মেলার আয়োজন করে।জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) রশিদুল মান্নাফ কবীর, বিএডিসির পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম। বক্তব্য রাখেন নাসার্রি মালিক সাঈদ হোসেন।
পরে মেলায় গাছের চারা সংগ্রহ ও পরিবেশনের জন্য পুরস্কার বিতরণ করা হয়। এতে আমঝুপি নার্সারি প্রথম, সবুজ ছায়া নার্সারি দ্বিতীয় ও মেহেরপুর নার্সারি তৃতীয় স্থান অধিকার করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular