মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান ফোরামের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের হলরুমে আলোচনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও উজলপুর মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী। ফোরামের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপদেষ্ঠা ও প্রধান শিক্ষক মিয়ারুল ইসলাম, সহ-সভাপতি ইমাদুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ তাজউদ্দিন প্রমূখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, লোকমান হুসাইন, শ্বাশত নিপ্পুন,আবুল কালাম আজাদ, সানজিদা ইসলামসহ সকল প্রধান শিক্ষকেরা । পরে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম মীর মাহবুবুর রহমানের অকাল মৃত্যুতে তার ম্বরনে স্মৃতি চারন করে দোয়া ও মোনাজাত করেন মেহেরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ্য ওয়াজেদ আলী।