মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদরের ইসলামনগর গ্রামে সমাজসেবা মূলক সংগঠন “আলোক নিশান বাংলাদেশ” সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে। “সবাই মাতুক ঈদ আনন্দে” এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনটি শুক্রবার বিকালে ২৪ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামনগর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা হুসাইন আহম্মেদ। প্রধান অতিথির বক্তৃতাকালে হুসাইন আহম্মেদ বলেন, এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে সমাজের অসহায় মানুষের জন্য কল্যাণকর। এই ধরনের কাজের সাথে জড়িত হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি।
ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করেন “আলোক নিশান বাংলাদেশ” এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাহেদ সাব্বির সোহাগ। তিনি বলেন “আলোক নিশান বাংলাদেশ” একটি অরাজনৈতিক ও সমাজসেবা মূলক সংগঠন । মুলত সুবিধাবঞ্চিত শিশু, এতিম এবং অসহায় বৃদ্ধদের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। বলেন, সবার সহযোগিতা পেলে সংগঠনটি এই ধরনের কাজ আরও বৃহৎ পরিসরে করতে পারবে। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন চ্যানেল টোয়েন্টিফোর এর সংবাদ উপস্থাপক ও ব্রডকাস্ট জার্নালিস্ট আশিকুর রহমান তমাল। শিশুদের বস্ত্র বিতরণ কালে তিনিও ঢাকা থেকে মোবাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন।
ঈদ বস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সদস্য আব্দুর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ আহমেদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।