মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ২রা নভেম্বর ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ বর্ধিত সভা করেছে মেহেরপুর জেলা যুবলীগ । গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর কমিনিউটি সেন্টারে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন। জেলা যুবলীগের আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান মাহাবুব, সাজেদুরহমান সাজু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক শফিক কামাল পলাশ, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁন্দু প্রমূখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর যুবলীগের সভাপতি কামাল হোসেন, গাংনী পৌর যুবলীগের সহ-সভাপতি আকাশ, পিরোজপুর ইউনিয়ান যুবলীগের সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন স্বপন, আমদাহ ইউনিয়ন যুবলীগের আহবায়ক বায়েজিদ আহমেদ সুইট, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ওয়াসিম হোসেন, কুতুবপুর যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, আমঝুপি ইউনিয়ন যুবলীগের আহবায়ক চমন, মোনাখালি ইউনিয়ন যুবলীগের আহবায়ক আ: খালেক, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের আহবায়ক আজিজুর রহমান, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুর রহমান মজনু, তেতুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মকলেছুর রহমান, জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দিন শাহিনসহ জেলা প্রত্যেক ইউনিয়নের ইউনিট প্রধানগন। এসময় সেখানে জেলা যুবলীগের সদস্য মালেক হোসেন মোহন, সারাফত শেখসহ জেলার যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে আগামী ১১ই নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।