মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন মানবাধিকার কমিশন ঢাকা উত্তরের সভাপতি আখতারুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক খন্দকার একরামুল হক হীরা, সদস্য কে এম আতাউল হাকিম লাল মিয়া, অ্যাড. শফিকুল আলম, বিএমএ’র জেলা শাখার সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, সাহানা ইসলাম সান্তনা, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিক উল আলম, সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম প্রমুখ। এসময় সেখানে কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এনাম ইসলাম বকুলসহ অনেকে উপস্থিত ছিলেন