বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মেহেরপুরে মানববন্ধন না ফিরলো শিক্ষার্থীরা

মাসুদ রানা , মেহেরপুর প্রতিনিধি ॥ নিরাপদ সড়ক চাই দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারেনি মেহেরপুরের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০ টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনের কর্মসূচীর ডাক দিয়েছিল শিক্ষার্থীরা।
এদিকে এ কর্মসূচী যাতে সফল করতে না পারে সে কারণে শনিবার সকাল থেকেই মেহেরপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল ১০ টার দিকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেস্টুন নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এসে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে যান।
মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মেহেদী হাসান জানান, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ৯ দফা দাবি ইতিমধ্যে সরকার মেনে নিয়েছে এবং তা বাস্তবায়নের চেষ্টা চলছে। উর্ধতন কতৃপক্ষের নির্দেশে শিক্ষার্থীদের মানববন্ধন না করে ক্লাসে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular