বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মেহেরপুরে মাদক মামলায় একজনের সাত বছর জেল

মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরে মাদকের একটি মামলায় জামাল হোসেন নামের এক ব্যক্তির ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এ রায় দেন।
একই সঙ্গে আসামির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামি জামাল হোসেন সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রামের মল্লিক শেখের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১২ এপ্রিল গাংনী র‌্যাব একটি দল মেহেরপুর শহরের শেখ পাড়ায় অভিযান চালিয়ে ১শ বোতল ফেনসিডিলসহ সহ জামাল উদ্দিনকে আটক করে। ওই দিনই তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষ আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৫জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি এম এম রুস্তম আলী এবং আসামি পক্ষে গোলাম মোস্তফা আইনজীবীর দায়িত্ব পালন করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular