বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মেহেরপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পইেনের উদ্বোধন

মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল তুলে দিয়ে ক্যাম্পইনের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন । এসময় সেখানে জেলা প্রশাসক পরিমল সিংহ, সিভিল সার্জন ডাঃ জি.কে.এম শাসসুজ্জামান, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. মিজানুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেনারেল হাসপাতালে সিনিয়র এনেসথেসিস্ট তাপস কুমার সরকার, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা এহসানুল কবীর, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী, ইপিআই সুপার আব্দুস সালাম সহ হাসপাতালের চিকৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এবার জেলায় ৪৯০ টি কেন্দ্র ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৪৩২ জন শিশুকে একটি করে নীল রং-এর  ভিটামিন ‘এ’ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৩৬৮ জন শিশুকে একটি করে লাল রং-এর  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular