বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মেহেরপুরে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার!

নিউজ ডেস্ক:মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ইলেকট্রিক ডিভাউজ যুক্ত একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা-পুলিশ। বোমার পাশে থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই চিরকুটে আনসারুল ইসলাম জঙ্গী দলের নাম লেখা রয়েছে। বোমা সাদৃশ্য বস্তটি ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাচীরের পাশ থেকে ব্যাগের ভিতরে ইলেকট্রিক ডিভাইজ যুক্ত একটি বোমা সাদৃশ্য বস্তু পথচারীরা দেখে পুলিশে খবর দেওয়ার পর পরই দ্রত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় বোমা সাদৃশ্য বস্তুসহ তার পাশে একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়। পরে বোমাটি নিস্ক্রয় করার জন্য খুলনা র‌্যাবের বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। সেটি বোম কিনা এখনো পরীক্ষা করার জন্য ওই স্থানে রেখে দেওয়া হয়েছে। ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে নিশ্চিত হওয়া যাবে এটা বোমা কি না।
এ বিষয়ে পুলিশ সুপার এস.এম মুরাদ আলী বলেন, সংবাদ পেয়ে ফোর্স পাঠালে সেখান থেকে একটি ব্যাগের মধ্যে বোমাসাদৃশ্য বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে সেটা বোমা কিনা পরীক্ষা করার জন্য বোমা ডিস্পোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। সেটা আদৌ বোমা কিনা সেটা পরীক্ষা করার পরে বোঝা যাবে।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular