বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মেহেরপুরে বৃক্ষ মেলায় নোংরা হওয়া মাঠ পরিস্কার করছেন মেয়র

মাসুদ রানা , মেহেরপুর প্রতিনিধি ॥ বৃক্ষ মেলার কারণে নোংরা হয়ে যাওয়া মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিস্কার পরিচ্ছন্ন কাজ অব্যহত রেখেছে মেহেরপুর পৌর কৃতপক্ষ। শনিবার সকালে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন নিজেও পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেন। এসময় তিনি ঝাড়– হাতে মাঠ পরিস্কার করেন এবং ময়লা আবর্জনা ঝুড়িতে করে তুলে দেন। অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, জাফর ইকবালসহ পৌরসভার কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ১০ দিন ব্যাপী ব্ক্ষৃমেলার আয়োজন করে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ। মেলা শেষ হওয়ার পর মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাদা ও নোংরা হয়ে যাওয়া মাঠটি খেলার অনুপযোগী হয়ে যায়। মাঠটি আয়োজনকারীদের পক্ষ থেকে পরিস্কার পরিচ্ছন্ন করে দেওয়ার কথা থাকলেও তারা সেটি করে না দেওয়ায় অবশেষে পৌর কৃতপক্ষ মাঠটি পরিস্কারের দায়িত্ব নেয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular