মেহেরপুর প্রতিনিধি: ‘কার্যকর টিকা, সকলের শিক্ষা’ এই শ্লোগানে বিশ্ব টিাকাদান সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় জেলা স্বাস্থ্য বিভাগ উদ্যোগে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন হরা হয়। সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামানারে সভাপতিত্বে এ্যাডভোকেসী সভায় বক্তব্য দেন মেহেরপুর জেনারেল হাপাতালের তত্তাবধায়ত ডা. মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার রায়, জেলা বিএমএ সভাপতি ডা. রমেশ চন্দ্র সাহা, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার দাস, গাংনী স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ইইপআই সুপার আব্দুস সালাম, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা কাজী রওশন নাহার প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. একেএম ফয়সাল কবীর ও ডা. সানজিদা আফরিন।
সভায় বক্তারা বলেন, টিকাদান কর্মসূচী সফল করতে পারলে পোলিও’র মত জটিল রোগ গুলো দেশ থেকে মুক্ত করা সম্ভব হবে। ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সারাবিশ্বে টিকাদান সপ্তাহ পালিত উপলক্ষে জেলার হাসপাতালগুলোসহ বিভিন্ন পয়েন্টে শিশুদের মাঝে হাম, রুবেলা, ধনুষ্টংকার, পোলিও, ডিপথেরিয়াসহ বিভিন্ন রোগের টিকাদান কর্মসূচী শুরু হয়েছে।