মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ১০ই জুন।। মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর কলোনী থেকে কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীরা গাংনী উপজেলার রামষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২) এবং একই গ্রামের তাহাজউদ্দিনের ছেলে জুবিরুল ইসলাম (৩০)।
ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি শাহিন উদ্দিনের নেতৃত্বে আজ শনিবার দুপুর ২টার সময় রামনগর কলোনী গ্রামের কাশেম আলীর বাড়ির পাশে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাজা ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও জুবিরুল ইসলাম কে আটক করে পুলিশ । এসময় তার নিকট থেকে একটি বস্তায় টেপ দিয়ে মোড়ানো ১কেজি গাাঁজা উদ্ধার করে। উদ্ধারের সময় ডিবি পুলিশের এস আই সায়েম, এস আই রুহুল, পুলিশ সদস্য সিদ্দিক, জামান, ইব্রাহিম, লোকমান,ইকবাল উপস্থিত ছিলেন।