বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

 মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। এ দিনটি পালন উপলক্ষে আজ সোমবার প্রাত্যুশে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। এরপর সকাল ৬ টায় শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশের পক্ষ থেকে আনিছুর রহমান, জেলা পরিষদের  পক্ষে থেকে চেয়ারম্যান আলহাজ্ব মো: গোলাম রসুল, পৌর সভার পক্ষে মেয়র মাহাফুজুর রহমান রিটন , জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল সেখানে উপস্থিত হয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন। র‌্যালি ও পুষ্পস্তাবক অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আইনবিষয়ক সম্পাদক এ্যাড. পল্লব ভট্রাচার্য. শিল্পবিষয়ক সম্পাদক জহিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী। পরে আওয়ামী লীগের অপর এক অংশ র‌্যালিতে ও স্মৃতিসৌধে পূষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, কেন্দ্রীয় আওয়ামলীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক এম.এ.এস ইমন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা লীগের কমিটির সহসভাপতি শিল্পপতি হাবিবুর রহমান হাবিব, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা আবেদীন ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস ছালাম বাধনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর ষ্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, বিএনসিসি, রোভার, বয় স্কাউটস, গার্লস গাইডস, কাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের সমাবেশ এবং কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণীসহ দিনব্যাপী নানা কর্মসুচীর আয়োজন করা হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেণ সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ ও জেলা পুলিশ সুপার আনিছুর রহমান। এর আগে তিনি মাঠপার্স শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন ও মেহেরপুর বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ । কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথীবৃন্দরা ।      এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া শহরের প্রধান প্রধান সড়কের দু’পাশে রঙিন পতাকা দিয়ে সজ্জিত করা হয়। রাতে গুরুত্বপূর্ন সরকারী ভবন ও স্থাপনায় আলোক সজ্জা করা হয়। এছাড়া এদিন দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া সুবিধামত সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা করা হবে।:

Similar Articles

Advertismentspot_img

Most Popular