মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে নন-এমপিও ভুক্তি স্কুল-মাদ্রাসার শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা নন-এমপিও ভুক্তি স্কুল-মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি ও বর্শিবাড়িয়া নি¤œ মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আবুল কাশেম, যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুর রহমান, সদও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বজলুর রহমান , সাধারন সম্পাদক আ: রশিদ, প্রধান শিক্ষক রাশেদ, রুমি, হেলাল উদ্দিন, মজিবর রহমান, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান, জহিরুল ইসলাম প্রমূখ।
বক্তরা বলেন , নন-এমপিও ভুক্তি স্কুল-মাদ্রাসা বন্ধ রয়েছে সাত বছর ধরে। ২০১০ সালের পর আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও দেয়নি সরকার। তবে ইতিমধ্যে দেশের কোনো কোনো এলাকায় প্রয়োজনের তুলনায় অনেক বেশি বেসরকারি স্কুল-মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। কিছু এলাকায় প্রয়োজনের চেয়ে দ্বিগুণ সংখ্যক এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। অথচ কিছু এলাকায় প্রয়োজন থাকা সত্তেও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে না। এসব বিষয় কিভাবে সমাধান করা যায় সে ব্যাপারেও প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। দেশে এখন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার সংখ্যা প্রায় ২৮ হাজার। এসব প্রতিষ্ঠানে প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। তবে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সাত হাজার। এসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে একরকম বিনা বেতনে চাকরি করছেন এক লাখ শিক্ষক-কর্মচারী। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নিয়মিতভাবে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন চলমান রাখবে।