মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে পাট অধিদপ্তরের সহয়োগিতায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার সকালে সহকারী কমিশনার সাইদুজ্জামানের নেতৃত্বে বড় বাজারের ভ্রাম্যমান আদালত বসে। ব্যবমায়ী আনসারুল হক ও রিপন সাহার ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পাট কর্মকর্তা মহসীন শিকদার ।
সহকারী কমিশনার পাঠান সাইদুজ্জামান জানান, পাট বাজার জাতদ্রব্য ২০১০ সালের ৫৩ আইনের ১৪ ধারায় এ জরিমানা করা হয়েছে ।