বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধানখোলা বিজয়ী ঘোষনা

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসক আন্ত-ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের প্রথম খেলায় ধানখোলা ইউনিয়ন পরিষদকে করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় রোফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে বাগোয়ান ইউনিয়ন খেলতে অস্বীকার করায় ধানখোলা ইউনিয়নকে বিজযী ঘোষনা করা হয়।খেলায় প্রথম আর্ধে সিদ্দিকের দেওয়া গোলে ধানখোলা এগিয়ে যান। পরে ইব্রহীমের দেওয়া গোলে বাগোয়ান সমান সমান আসে। দ্বিতীয়ার্ধে ধানখোলার উজ্জল বল নিয়ে গোলমুখে হানা দিলে বাগোয়ানের ইব্রহীম ডিবক্সের মধ্যে ফাউল করে। রেফারি কামাল হোসেন মিন্টু পেনাল্টির বাঁশি বাজালে বাগোয়ানের খেলোয়াড়রা খেলতে অস্বীকৃতি জানাই। পরে রেফারি নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করেও বাগোয়ান খেলায় না ফেরাই বাঁশি বাজিয়ে খেলা শেষ করে কমিটির কাছে রিপোর্ট দাখিল করে। কমিটি রেফারির রিপোর্ট হাতে পেয়ে ধানখোলাকে বিজয়ী ঘোষনা করেন।
খেলাটি জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নফ কবীর, (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, ডিএফএ’র সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামসহ শতশত দর্শক উপস্থিত ছিলেন । খেলাটি পরিচালনা করে কামাল হোসেন মিন্টু। ধারাভাষ্যই ছিলেন সাংবাদিক মিজানুর রহমান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular