রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

মেহেরপুরে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জন কারাগারে ॥ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মেহেরপুর প্রতিনিধি; মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন সহ ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আমলী আদালতের বিচারক শাহিন রেজা এ আদালত পরিচালনা করেন। মামলায় রাষ্ট্র পক্ষে সিএসআই সাইদুর রহমান ও আসামী পক্ষে সফিকুল ইসলাম, ইয়ারুল ইসলাম ও মিয়াজন আলী আইনজীবীর দায়িত্ব পালন করেন।
এরআগে বুধবার রাত ৯ টার সময় মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ও গাংনী থানা যৌথ অভিযান চালিয়ে গাংনী উপজেলার চিৎলা গ্রাম থেকে তাদের আটক করে। এসময় গাঁজা ও গাঁজা সেবনের সরাঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন সহ কয়েকজন তার বাগানে গাঁজা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় গাঁজা ও গাঁজা সেবনের সরাঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনার পরপরই জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের মুক্তির দাবিতে করেছে গাংনী উপজেলা ছাত্রলীগ। মিছিলের নেতৃত্ব দেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিপ্লব হোসেন। এসময় পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হাবিব,জেলা ছাত্রলীগের সহ সভাপতি মুস্তাফিজুর রহমান সোহেল,সহ সম্পাদক আলা উদ্দীন রিন্টু,গাংনী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিব হোসেন,রুবেল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিপ্লব হোসেন ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হাবিব বলেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখ কে মুক্তি না দিলে হরতাল সহ নানা কর্মসূচী দেয়া হবে।
এদিকে মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের পিতা ও ধানখোলা ইউপির প্রাক্তন চেয়ারম্যান সারোয়ার হোসেন বলেন,লিখনের বাগানে একটি শালিস বৈঠক চলছিলো সেখান থেকে ষড়যন্ত্র মুলক ভাবে তাকে সহ ১০ জন কে গ্রেফতার করেছে পুলিশ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular