বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস-ডে পালিত

মেহেরপুর প্রতিনিধিঃ র‌্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে মেহেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস-ডে পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে জাতীয় পাবলিক সার্ভিস -ডে  উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহের নেতৃত্বে র‌্যালীটি জেলা শিল্পকলা একাডেমী থেকে বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস, এনডিসি রামানন্দ পাল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, জেলা এনজিও সমিতির সভাপতি মোসাররফ হোসেন, প্রধান শিক্ষক তোরিফা নাজনিন প্রমুখ।
সভা শেষে জাতীয় পাবলিক সার্ভিস-ডে উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস, সহকারী কমিশনার আরিফ হোসেন, প্রধান শিক্ষক তোরিফা নাজনিন, ইউনিয়ন ভূমি সহকারী আমিনুল ইসলাম, কমিউনিটি হেলথ প্রোভাইডার মঈন উদ্দিনকে সম্মানানা ক্রেষ্ট প্রদান করা হয়।
এদিকে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসন চত্বরে সেবা দানের বুথ খোলা হয়। জেলার বিভিন্ন সরকারী দপ্তরের পক্ষ থেকে এ বুথে সেবা প্রদান করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular