নিউজ ডেস্ক:মেহেরপুর সদর থানায় পুলিশের হাতে আটক তিন নারীসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর আট সদস্যকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। আটক হওয়া ব্যক্তিদের নিকট থেকে আরও তথ্য জানার লক্ষ্যে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহীন রেজা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অ্যাড. এহান উদ্দীন মনা আসামিদের রিমান্ডের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম মোহাম্মদ রাষ্ট্র পক্ষের কৌঁসলি ছিলেন। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর গোপন বৈঠক করার সময় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ক্যাম্পের পুলিশ রঘুনাথপুর আশ্রয় কেন্দ্র থেকে নিষিদ্ধ ঘোষিত ‘আল্লাহর দল’-এর ওই আট সদস্যকে আটক করে। আটক হওয়া সদস্যরা হলেন মৌসুমী খাতুন, বন্যা খাতুন, আনজুরা খাতুন, রাহিবুল ইসলাম, সুমন ইসলাম, জিহাদ আলী, শহিদুজ্জামান ও শহিদুল ইসলাম। পরদিন তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।