মেহেরপুর প্রতিনিধি (২০/০৬/১৭) ঃ মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে ছেলে ধরা আতঙ্ক বিরাজ করছে। সদর উপজেলা রাধাকান্তপুর গ্রামে ছেলেধরা সন্দেহে ৩ জন মহিলাকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসি। গতকাল মঙ্গবার দুপুরে এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনগন। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা শহরের স্টেশন পাড়ার শাহাজান আলীর স্ত্রী রোজিনা খাতুন(৩৮), বড় বাজার পাড়ার কাউছার আলীর স্ত্রী মোমেনা খাতুন(৪০) এবং একই পাড়ার কায়েম আলীর স্ত্রী মালেকা খাতুন(৩৫)।
তবে আটককৃতরা নিজেদের নির্দোশ দাবি করে বলেন, আমরা গরিব মানুষ। এলাকায়, বোতল, পলিথিন কাগজ , বিভিন্ন ভাংড়ি জিনিস কুড়িয়ে বিক্রয় করে থাকি এবং এই ঈদে যদি কারো কাছে যাকাত/ফিতরা পায় এই জন্য মানুষের দারে দারে ঘুরে বেড়াচ্ছি। কতিপয় লোকজন তাদের বিরুদ্ধে মিথ্যা ছেলে ধরা অপবাদ দিয়ে পুলিশে দিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ছেলে ধরা সন্দেহে ৩ জন মহিলাকে আটক করে রাখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে থানায় নেয়। আটককৃতদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের পরিবারকে জানানো হয়। তিনি আরো বলেন ছেলেধরা বলে যে গুজুব উঠেছে সেটা সঠিক না । এখন প্রযর্ন্ত ছেলে হারিছে এমনটি খবর পাওয়া যায়নি। এবিষয়ে ভয়ের কোন কারন নাই।