মেহেরপুরে চলতি বছর হজ্বে গমনেচ্ছুক নির্বাচিত হজ্ব যাত্রীদের প্রশিক্ষন শুরু

0
32

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলা হাজী সমিতির কতৃক চলতি বছর হজ্বে গমনেচ্ছুক নির্বাচিত হজ্বযাত্রীদের হজ্ব, ওমরাহ ও যিয়ারতের বিধান এবং হজ্বের উদেশ্য ও গুরুত্বের বিষয়ে প্রশিক্ষন শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে শহরের হোটেল বাজার জামে মসজিদে প্রশিক্ষন অনুষ্ঠানে সভপিতত্ব করেন সদর উপজেলা হাজী সমিতির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুল।
এবছরে মেহেরপুর সদর উপজেলায় ১০০ জন হজ্ব যাত্রীর প্রশিক্ষন নিচ্ছেন। এর মধ্যে ৩০ জন মহিলা হজ্ব যাত্রী আছেন। এসকল হজ্বযাত্রীদের প্রশিক্ষন দিচ্ছেন হাজী সমিতির প্রশিক্ষক ও জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মো: আনছার উদ্দিন বেলালী।
হাজী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব মো: রমজান আলীর সার্বিক সঞ্চালনায় সেখানে হাজী সমিতির উপদেষ্ঠা আলহাজ্ব আশকার আলী, আতাউল হাকিম লাল মিয়া, মোজ্জাম্মেল হক, হজ্বযাত্রী পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসসহ সকল হজ্বে গমনেচ্ছুক ভাই-বোনেরা উপস্থিত ছিলেন।