রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

মেহেরপুরে গাংনীতে সর্প দংশনে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক:

সর্প দংশনে গোলাপি খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।গোলাপি খাতুন মেহেরপুরের গাংনী থানাপাড়ার কৃষক হাফিজুর রহমানের স্ত্রী।

গোলাপির পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় তার কোমরে সর্প দংশন করে। সাপ দেখতে না পাওয়ায় চিকিৎসার সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়েন পরিবারের লোকজন। এক পর্যায়ে তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ভোরের দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম রিয়াজুল আলম বলেন, রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় সর্প দংশনের বিষয়টি মাথায় রেখে এন্টি ভেনম দেওয়ার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ডের সিদ্ধান্ত হয়। রেফার্ড প্রক্রিয়া করার মধ্যেই তার মৃত্যু হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular