মেহেরপুর প্রতিনিধি (১৭/০৬/১৭) ঃ পবিত্র মাহে রমজানের উপলক্ষে মেহেরপুর পৌর-আওয়ামীলীগ ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের যাদবপুর ব্রীজসংলগ্ন ঘাটের ধারে ইফতার ও দোয়া মহাফিলে সভাপতিত্ব করেন পৌর-আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাচ আলী। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশকার আলী, জেলা শিল্প বিষয়ক সম্পাদক জহুরুল মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসলাম মিয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম পল্টুসহ অনুষ্ঠানে, রাজনীতিবিদ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া মহাফিলে অংশ নেয়। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়্।