মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ কমিটির, মাদক পাচার ও মানবিক উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মিজানুর রহমান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, এলজিডির নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আযম, আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা বশির উদ্দিন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ্জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনসহ সরকারি কর্মকর্তারা।