মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ কমিটির, মাদক পাচার ও মানবিক উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ্জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা বশির উদ্দিন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ।