বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত : চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সকলের সহযোগিতা চাই
নিউজ ডেস্ক:: চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, এ জেলার মানুষ হয়ে আমি চুয়াডাঙ্গার জন্য কাজ করতে চাই। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাসহ সকল বিষয়ে আমি আপনাদের সহযোগীতা চাই। আমি আশা করি, আপনারা পূর্ববর্তী জেলা প্রশাসককে যেভাবে সহযোগীতা করেছেন, আমাকেও সেভাবে সহযোগীতা করবে। আপনাদের সকলকে সাথে নিয়ে আমি চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করবো। এসময় তিনি আরো বলেন, আগামীকাল থেকে শারদীয় দূর্গা পূজা উৎসব শুরু হচ্ছে। ধর্ম যার যার উৎসব সবার। পূজা উপলক্ষে ম-পে ম-পে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করবে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, এনএসআই’র উপ-পরিচালক আবু জাফর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন প্রমূখ।


মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইবাদত হোসেন, জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্রাচার্য, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রমূখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular