রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

মেহেরপুরে অস্ত্র ও বিষ্ফোরক মামলায় আলিমের ১৪ বছর কারাদন্ড

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে অস্ত্র ও বিষ্ফোরক মামলায় আলিম উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডিত আলিম উদ্দিন সদর উপজেলার পিরোজপুর গ্রামের রাফিল উদ্দিনের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৯ জুন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণপদ সাহা তাকে আটক করে। পরে তার বসত বাড়ি তল্লাশি করে ১টি পিস্তল, ৫টি বোমা, ১ রাউন্ড গুলি, ২টি চাকু উদ্ধার করে। ওই দিন মেহেরপুর সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। আদালতের বিচারক সাক্ষীদের সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে আলিম উদ্দিনের বিরুদ্ধে ওই আদেশ দেন।
মামলায় রাষ্ট্র পক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এসএম রুস্তম আলী এবং আসামি পক্ষে আসাদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular