রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

মেহেরপুরের গাংনীতে ১৫১ বোতল ফেনসিডিল-গাঁজাসহ দুজন আটক

নিউজ ডেস্ক:গাংনীতে ১৫১ বোতল ফেনসিডিল ও প্রায় দুই কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর গাংনী উপজেলার দেবীপুর গ্রামে এ অভিযান চালায় গাংনী থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন কুষ্টিয়ার জুগিয়ার রেজাউর প্রমাণিকের ছেলে মণ্টু মিয়া (৩২) ও তাঁর সহযোগী ত্রিমোহনী এলাকার শরিফুল ইসলামের ছেলে সাব্বির আহম্মেদ (২৪)। গাংনীর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা নিয়ে গন্তব্যে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁদেরকে আটক করতে সক্ষম হয়।
গাংনী থানা সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী সহড়াতলা এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা নিয়ে দুজন বামন্দীর দিকে যাচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযান দলটি তাদের বহনকৃত ১৫১ বোতল ফেনসিডিল ও প্রায় দুই কেজি গাঁজাসহ আটক করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে অভিযান অব্যহত রয়েছে। এর অংশ হিসেবে আজকের এই সফল অভিযান। আটককৃতদের নামে গাংনী থানায় মামলা করা হচ্ছে। ওই মামলার আসামি হিসেব আজ মণ্টু ও সাব্বিরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular