বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুরের গাংনীতে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত

মেহেরপুর  সংবাদদাতা, মেহেরপুর, ১৮মে ॥ মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামের মামার লাঠির আঘাতে ভাগ্নে মিনারুল ইসলাম (৩০) নিহত হয়েছে। বুধবার রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন মিনারুলের পিতা কালাম হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কালাম ও তার শ্যালক আব্দুল কুদ্দুসের পরিবারের নারীদের মাঝে ঝগড়া বাধে। এর জের ধরে আব্দুল কুদ্দুস ও তার দুই ছেলে ইসরাইল এবং ই¯্রাফিল লাঠি লাঠিসোটা নিয়ে হামলা চালায়। বাশের লাঠি দিয়ে কালাম ও তার ছেলে মিনারুলের মাথায় আঘাত করলে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে পৌছালে মিনারুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত করানো হবে। হামলাকারী মামা ও তার দুই ছেলেকে আটকের চেষ্টা চলছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular