বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মেহেরপুরের গাংনীতে পুলিশের সাথে গুলি বিনিময়ে সন্দেহভাজন ডাকাত নিহত

মেহেরপুর  সংবাদদাতা, মেহেরপুর, ১৮মে ॥ মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে পুলিশের সাথে গুলি বিনিময়ে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। গেল রাত তিনটার দিকে গাংনী থানা পুলিশের টহলদলের সাথে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। মরদেহ পুলিশের হেফাজতে নিলেও এখনো তার পরিচয় সনাক্ত হয়নি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে সড়ক ডাকাতি প্রস্তুতিকালে ডাকাতরা গাছ কেটে সড়কের উপরে ফেলে। এ সময় গাংনী থানা পুলিশের একটি টহল গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি বর্ষণ করে। পুলিশ পাল্টা গুলি করে। কিছু সময় গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টার গান, এক রাউন্ড গুলি, দুটি বোমা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular