রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

মেহেরপুরের গাংনীতে নতুন করোনায় আক্রান্ত ১

নিউজ ডেস্ক:

মেহেরপুর জেলায় দিন দিন বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা। মেহেরপুর জেলার গাংনী উপজেলায় নতুন করে ১ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস (কোভিড ১৯)। করোনা আক্রান্ত ব্যক্তি হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের আকরামুল হক (৫৩)

সোমবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মেহেরপুর জেলায় ১৮৯ জন । এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৯৩, গাংনী উপজেলায় ৭৭ ও মুজিবনগর উপজেলায় ১৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১০৮ জন। মৃত্যুবরণ করেছে ৮ জন।

মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ২৪ জনের রিপোর্ট এসেছে যার ১ টি পজিটিভ ও বাকি ২৩ জনের নেগেটিভ রিপোর্ট। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হয়।

এ নিয়ে মেহেরপুর জেলায় ২ হাজার ৪ শ ৫৯ জনের মধ্যে ১৮৯টি পজেটিভ এর মধ্যে ১০৮ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৮ জন।

তিনি আরো জানান,আক্রান্ত‘র বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হবে। এছাড়া আক্রান্ত ব্যাক্তি নিজ বাড়ি থেকে চিকিৎসা সেবা গ্রহন করবেন। নতুন করোনা আক্রান্ত ব্যক্তি সহ পূর্বের আক্রান্তদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করা হচ্ছে। করোনায় আতংকি না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular