মেহেরপুর সংবাদদাতা ॥ মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামের একটি ডোবা গর্তে থেকে কলিম উদ্দীন (৩৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। বাড়ি থেকে নিখোঁজের ২২ দিন পর বুধবার দুপুরে ওই গ্রামের হাসিবুর রহমানের ডোবা থেকে বিবস্ত্র মরদেহ উপরে তোলা হয়। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। তাই মৃত্যুর কারণ নির্ণয় করতে পারছে না কলিম উদ্দীনের পরিবার ও পুলিশ। কলিম উদ্দীন ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের জামাতা ও একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে।
কলিম উদ্দীনের স্ত্রী বিলকিছ খাতুন জানান, ঋণের দায়ে ২২ দিন আগে বাড়ি থেকে বের হয়ে সে ফিরে আসেনি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মৃত্যুর কারণ নির্ণয় করতে মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।