রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

মেহেরপুরের গাংনীতে করোনা আক্রান্ত ভ্যানচালকের মৃত্যু

নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার গজারিয়া গ্রামের ভ্যান চালক সাদেক আলী (৫৫) শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি কোভিড ১৯  পজেটিভ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মেহেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো আট জনে।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। করোনা ভাইরাস আক্রান্তদের দাফনের নিয়ম মেনে তার দাফন হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্থানীয়  সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হন সাদেক আলী। সর্দি জ্বরসহ শারীরিক অন্যান্য অসুবিধার কারণে তিনি নমুনা দিয়েছিলেন। নিজ বাড়িতে হোম আইসোলেশন এ চিকিৎসাধীন ছিলেন তিনি। তার এক ছেলে মালয়েশিয়া আরেক ছেলে ঢাকায় থাকেন। তারা পিতার কোন খোঁজখবর নেননি। বাড়ির আশেপাশের লোকজন তার ওষুধ সরবরাহসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এম রিয়াজুল আলম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের কর্মীদের মাধ্যমে দাফন-কাফন করার জন্য উপজেলা প্রশাসন ও থানাকে জানানো হয়েছে। দ্রুত তার দাফন কাফন করানো হবে।

গাংনী উপজেলা নির্বাহি অফিসার আর এম শাহিন শাহনেওয়াজ বলেন, দুপুর ১২ টার মধ্যেই তার দাফন কাফন সম্পন্ন করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular