মাসুদ রানা ,মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের এমপি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ কে কোথায় ঈদুল আযহা নামাজ পড়বেন তা কৌতুহলি মানুষের জানার আগ্রহের কমতি নেই। এবছরের ঈদুল আযহা মেহেরপুরের এমপি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় নামাজ পড়বেন।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এবারে ঈদের নামাজ পড়েছেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে । নামাজ শেষে সবার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন গাংনীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন। পরে নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করবেন।
মেহেরপুর-চুয়াডাঙ্গা আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু ঈদ করবেন মেহেরপুরে। পরে পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে গ্রামের বাড়ি গাংনীর মোহাম্মদপুরে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ ঈদে মেহেরপুর থাকছেন। এদিন তিনি পরিবারের সাথে সময় দেবেন। পাশাপাশি জনপ্রতিনিধি সহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রসুল ঈদের নামাজ আদাঁয় করবেন মেহেরপুরের পুরাতন ঈদগাহ ময়দানে। নামাজ শেষে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করবেন।
মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন মেহেরপুরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন। নামাজ শেষে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
পুলিশ সুপার আনিছুর রহমান ঈদের নামাজ আদাঁয় করবেন পুলিশ লাইনে। পরে তিনি পরিবারের সাথে সময় দেবেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান ঈদের নামজ পড়বেন ঢাকা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। পরে তিনি গণভবনে মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেহেরপুর-০১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীন ঈদের নামাজ আদাঁয় করবেন মেহেরপুরের পুরাতন ঈদগাহ ময়দানে। দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করবেন।
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন নামাজ আদায় করবেন পৌর ঈদগাহ ময়দানে। নামাজ শেষে দলীয় কার্যালয়ে নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিম করবেন।
মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি অ্যাড. মিয়াজান আলী ঈদের নামাজ আদায় করবেন নিজ গ্রাম খন্দকারপাড়া ঈদগাহ ময়দানে । পরে বাড়ি ফিরে নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করবেন।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক গাংনীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন।
গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ঈদের নামাজ আদায় করবেন গাংনীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে । নামাজ শেষে তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করবেন।
মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মদ বিজন ঈদের নামাজ পড়বেন মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোঃ লিঃ (পেট্রোবাংলা) এর পরিচালনা পর্ষদের পরিচালক এম.এ.এস ইমন ঈদের নামাজ পড়বেন মেহেরপুরের পুরাতন ঈদগাহ ময়দানে। পরে তিনি তার গ্রামের বাড়ি রাইপুর গ্রামে গিয়ে আত্মীয় স্বজন ও এলাকার নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করবেন।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক মোঃ হাবিবুর রহমান হাবিব ঈদের নামাজ আদায় করবেন তার নিজ গ্রাম পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে । নামাজ শেষে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করবেন।
জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম তার গ্রামের বাড়ি টুঙ্গী গ্রামে ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন। আত্মীয় স্বজন ও এলাকার নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করবেন সেখান থেকে ফিরে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।