রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

মেহেরপুরবাসী এসো শান্তির পৃথিবী গড়ি।মেহেরপুরবাসী এসো শান্তির পৃথিবী গড়ি।শীর্ষক সভায় ইন্টারন্যাশনাল পীস এম্বাসেডর জাকির হোসেনকে গনসংর্বধনা

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে ওচণএ -ইন্টারন্যাশনাল পীস ইয়ুথ গ্রুপ ‘‘এসো শান্তির পৃথিবী গড়ি’’ এই স্লোগানে তারুন্য শান্তির অগ্রদূত শীর্ষক সভায় এম্বাসেডর জাকির হোসেন কে  গনসংর্বধনা প্রদান করা হয়। গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে শহীদ সামসুজ্জোহা পার্কে গনসংর্বধনায় সভাপতিত্বে সরকারি কলেজের সাবেক ভিপি মজিবুল হক খান চৌধুরী । প্রধান অতিথী ছিলেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষকনেতা ওচণএ -(ইন্টারন্যাশনাল পীস ইয়ুথ গ্রুপ) এর এম্বাসেডর মেহেরপুরের কৃতি সন্তান মো: জাকির হোসেন।  প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় সাংবিধানিক অধিকার ফোরামের সহসভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফয়েজ আহম্মেদের সঞ্চালনায় এসময় গনসংর্বধনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, জাতীয়তাবাদী মৎস্যজীবি সমিতির আহবায়ক অধ্যক্ষ সেলিম রেজা, পৌর যুবদলের সহসভাপতি লাভলু,  আসাদুল হক ক্যানাডি, ইউপি সদস্য হাসিবদ্দিন, গোলাম মহিসহ প্রায় ৫ শতাধিক তরুণ যুবক, ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীরা ।প্রধান অতিথীর বক্তব্যে জাকির হোসেন বলেন, তরুণদের সমাজের অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ মানুষের জন্য এবং জীবন জীবনের জন্য এই মন্ত্রে দিক্ষিত হয়ে তরুণ সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গরিব দুঃখী কৃষকেরা অতি কষ্টার্জিত অর্থ তার সন্তানদের লেখাপড়ার জন্য ব্যয় করেন। কিন্তু পরিতাপের বিষয় তার সন্তানটি মেধাবী ও সকল যোগ্যতার অধিকারী হওয়া সত্বেও চাকরি পাচ্ছে না। ফলে এসব অসহায় দরিদ্রদের জীবন মান পরিবর্তন ঘটছে না এবং মেধা ও যুব শক্তির অবচয় ঘটছে। তিনি মানুষের জীবনমান পরিবর্তনেও তরুণদের কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান। এর আগে বিভিন্ন গ্রাম থেকে আসা জন সাধারন ফুলে মালা ও তোড়া দিয়ে জাকির হোসেন কে গনসংর্বধনা প্রদান করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular