নিউজ ডেস্ক:
মেসি রোনালদোর রেকর্ড নিয়ে ভক্তদের মধ্যে সবসময় একটা কৌতুহল থাকে। এবার আরেকটি রেকর্ড গড়ে মেসির পাশে বসলেন রোনালদো।
চ্যাম্পিয়ন লিগের শেষ চারের প্রথম লেগে দুর্দান্ত এক জয় পেয়েছে রিয়াল। ঘরের মাঠে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলের জয়ে ফাইনালের পথে এক পা এগিয়ে গেল জিনেদিন জিদানের শিষ্যরা আর এ হ্যাটট্রিক দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মেসির গড়া রেকর্ড স্পর্শ করলেন সিআরসেভেন। এখন দুজনেরই সমান সংখ্যক হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগে।
ঘরের মাঠে শুরুটা দুর্দান্ত করেন রোনালদো। ম্যাচের দশম মিনিটে নিজের প্রথম গোল করে দলকে লিড এনে দেন। কাসেমিরোর ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান পর্তুগিজ এই তারকা। ম্যাচের ৭৩ মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মার্সেলোর কাছ থেকে বল পেয়ে তা রোনালদোর উদ্দেশ্যে বাড়ান বেনজেমা। আর গতিময় বলটিকে না থামিয়ে ডান পায়ের বুলেট গতির শটে অ্যাটলেটিকোর জালে জড়ান রোনালদো।
১৩ মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। লুকাস ভাসকুয়েজের ব্যাক পাস থেকে বল জালে জড়ান সিআরসেভেন। আর এতেই চ্যাম্পিয়ন্স লিগে মেসির গড়া সাত হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করেন রোনালদো।
সূত্র: গোল ডটকম