নিউজ ডেস্ক:
নিষেধাজ্ঞা, বিতর্ক, সমালোচনা- সব কাটিয়ে অবশেষে রাজকীয়ভাবেই মাঠে ফিরলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণও দিলেন তিনি। তার জোড়া গোল আর লুইস সুয়ারেজের এক গোলের সুবাধে ন্যু ক্যাম্পে সফরকারী সেভিয়াকে ৩-০ গোলে হারাল বার্সেলোনা। সে সঙ্গে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ২ পয়েন্টে নামিয়ে আনলো কাতালানরা।
বুধবার কাম্প নউয়ে শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা। এতে ২৫তম মিনিটে সুয়ারেসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিকে দিয়ে ছুটে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে পাঠানো মেসির ক্রসে বল পেয়ে ওভারহেড কিকে গোলরক্ষক সের্হিও রিকোকে পরাস্ত করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। লা লিগায় এবার তার গোল হলো ২৪টি। তিন মিনিট পর মেসি বল পেয়ে কাছের পোস্ট দিয়ে দুর্দান্ত শটে জালে জড়ান। পাঁচ মিনিট পর আবার মেসির গোল। এবার কর্নার থেকে বল ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি ভিতোলো। বল পেয়ে জোড়ালো ভলিতে বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক।
২৭ গোল নিয়ে লা লিগার এই মৌসুমে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার। ৩০ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬৯। ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।