নিউজ ডেস্ক:
রোনালদোর জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ২০১৭ মৌসুমের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতে ওয়েলসের কার্ডিফে ৪-১ গোলে জুভেন্টাসকে হারিয়ে এ শিরোপার স্বাদ পেলেন জিনেদিন জিদানের শিষ্যরা।
তবে জোড়া গোলের সুবাদে এবারে লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটাও নিজের করে নিয়েছেন পর্তুগীজ উইঙ্গার। ছাড়িয়ে গেছেন বার্সেলোনা তারকার ১১ গোলের রেকর্ড। লিগে ক্রিশ্চিয়ানোর গোল সংখ্যা ১২।
এছাড়া এ ম্যাচে গোলের সুবাদে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে অনন্য আরেকটি রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ রোনালদো। লিগের ইতিহাসে ফাইনাল ম্যাচে তিনবার অংশ নিয়ে তিনবারই গোলের দেখা পেয়েছেন এ তারকা।
এর আগে ২০০৮, ২০১৪ সালেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে স্কোর করেন সি আর সেভেন। আর এবার জুভেন্টাসের বিরুদ্ধে ২০ মিনিটের সময় গোল করে নতুন রেকর্ড গড়লেন এ পর্তুগীজ ফুটবলার।