আজ দুপুরে রিমান্ড শুনানি শেষে দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাদিউজ্জামান এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার (৫ জুলাই) ঢাকা থেকে আক্কাস আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এরপর শনিবার (৬ জুলাই) সকালে আক্কাস আলীকে রাজশাহীতে আনা হয় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে পৌর মেয়র আক্কাসকে আদালতে তোলা হয়। কিন্তু মামলার নথি জজকোর্টে থাকায় সেই দিন রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি।
মামলার নথি এলে পরে রিমান্ড আবেদনের শুনানির কথা ছিল। বাঘা থানায় এই মামলার তদন্ত কর্মকর্তা আক্কাছের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। গত ২২ জুন বাঘা পৌর মেয়র আক্কাস আলীর দুর্নীতি অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাবলুর মাথায় কোপ দেয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবলু মারা যান।