বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেধাবী শামীমের লেখাপড়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  দরিদ্র ও মেধাবী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোল্লা আবু শামীমের লেখাপড়ার দায়িত্ব নিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। শামীম কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ভারাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
সোমবার (১৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সিরাজগঞ্জ কালেক্টরেট কলেজের দরিদ্র তহবিল থেকে দশ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক। সেই সাথে তিনি শামীমের লেখাপড়ার ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন।
এসময় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও সিরাজগঞ্জ কালেক্টরেট কলেজের সহ-সভাপতি আবু নূর মোঃ শামসুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি), নেজারত ডেপুটি কালেক্টর এবং সহকারী কমিশনার (গোপনীয়) উপস্থিত ছিলেন।
জানা যায়, শামীম পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় হতে ২০১৪ সালে এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায় জিপিএ-৪.৬৩ এবং ২০১৬ সালে সিরাজগঞ্জ কালেক্টরেট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। শুধু তাই নয় এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেন। দরিদ্র ও মেধাবী শামীম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছেন।
আর্থিক অনটনের কারণে শামীমের লেখাপড়ার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে পড়ে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ অবহিত করলে জেলা প্রশাসক আর্থিক অনুদান প্রদান করে তার লেখাপড়া ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular