মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে গেলেন এরশাদ !

0
20

নিউজ ডেস্ক:

মেডিকেল চেকআপের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাত দিনের সফরে সিঙ্গাপুর গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় বিজি- ৮৪ বিমানযোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ।

এরশাদের সফর সঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নাসরিন জাহান রতনা ও মেজর (অব.) খালেদ আখতার, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ সফিকুল ইসলাম সেন্টু এবং ড. মেহেজুবুন্নেসা রহমান প্রমুখ রয়েছেন।

এরশাদকে বিদায় জানাতে বিমানবন্দরে জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।