শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

মেট্রোরেলের সেই স্টেশন চালু হচ্ছে কাল

প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হতে যাচ্ছে। আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হওয়ায় মিরপুর-১০ স্টেশন চালু করা হচ্ছে।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। স্টেশনগুলোর টিকিট ভেন্ডিং মেশিন এবং যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করা হয়।

ওই সময় মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি ঠিক করে পুনরায় চালু করতে অন্তত এক বছর সময় লাগবে। মেট্রোরেল চলাচল শুরু হলেও এ দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী সুবিধা বন্ধ থাকবে। গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে মেট্রোরেল চালু করা হয়।

তবে গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু হয়। ওই সময় আব্দুর রউফ জানিয়েছিলেন, এ স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular