বুধবার (১০ জুলাই) দুপুরে মেট্রোরেলের গেটে দেখা গেছে তালা দিয়ে রাখা হয়েছে।
গেটে দায়িত্বরত কেউ নেই। জানা গেছে, যাত্রীর চাপের কারণে মূল ফটক তালা দিয়ে রাখা হয়েছে।
ঘটনাটি সচিবালয় মেট্রো স্টেশনে। সেখানে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারে উপচে পড়া যাত্রীর ভিড়। কাউন্টারের লাইন সিঁড়িতে গিয়ে ঠেকেছে। বেশিরভাগ যাত্রীই নিয়মিত যাতায়াত করেন না। ফলে তাদের এমআরটি পাস নেই। একক যাত্রার টিকিটের জন্যে মেট্রোতে ভোগান্তি বাড়ছে। এমআরটি পাস ধারী যাত্রীর চাপও ব্যাপক।
গেটে অপেক্ষারত এক যাত্রী বলেন, ‘কেন গেট বন্ধ জানি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ভেতর থেকেও কেউ আসছে না। ’ ঠিক অপর পাশেও যাত্রীর ভিড় দেখা গেছে। সেখানে আরেক যাত্রী জানান, তিনি নিয়মিত মেট্রোতে চলাচল করেন না। বাস বন্ধ থাকায় তিনি মেট্রোতে যাচ্ছেন।