বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেক্সিকো ওয়ালে ‘সোলার প্যানেল’ স্থাপনের প্রস্তাব দিলেন ট্রাম্প !

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ইশতিহারের মধ্যেই ছিল প্রতিবেশীদেশ মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা। তবে এবার সেই দেয়ালের সঙ্গে ‘সোলার প্যানেল’ জুড়ে দেয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প।

ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দেয়ালে সৌর প্যানেল যোগ করে দিলেই, এটি নির্মাণের সম্ভাব্য সকল অনিশ্চয়তা দূর হবে। সম্প্রতি আইওয়া’র এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘প্যানেলগুলো সস্তা জ্বালানি সরবরাহ করবে এবং বিতর্কিত ওই দেয়ালের খরচও আসবে এর থেকে। ’

এসময় ট্রাম্প নিজে থেকেই বলতে থাকেন, ‘আমার ধারণা, এটা খুব ভালো কল্পনা, খুবই ভালো, তাই নয় কি?’এছাড়া নতুন এই ‘সৌর প্যানেল’ প্রস্তাব, দেয়ালের পূর্ব ডিজাইনের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি। যদিও তিনি বারবার হুঁশিয়ারি দিয়ে বলছেন, এই দেয়ালের অর্থ মেক্সিকানদেরই বহন করতে হবে। কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনানিয়েতো ট্রাম্পের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন।

সূত্র: বিবিসি

Similar Articles

Advertismentspot_img

Most Popular