মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ বা ‘আমেরিকা উপসাগর’ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার (২৪ জানুয়ারি) ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
একই সঙ্গে আলাস্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘ডেনালি’র নাম পরিবর্তন করে ‘মাউন্ট ম্যাককিনলে’ করা হয়েছে।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেন। এর মধ্যে মেক্সিকো উপসাগর ও ডেনালি পর্বতশৃঙ্গের নাম পরিবর্তনের আদেশ ছিল অন্যতম। ট্রাম্প প্রশাসন বলছে, এসব পরিবর্তন যুক্তরাষ্ট্রের ঐতিহ্য সংরক্ষণের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
অভ্যন্তরীণ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, “মেক্সিকো উপসাগর এখন থেকে আনুষ্ঠানিকভাবে আমেরিকা উপসাগর নামে পরিচিত হবে। একই সঙ্গে উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি নতুন নামে ডাকা হবে। এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের ঐতিহ্য সংরক্ষণের প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বীরদের উত্তরাধিকারকে সম্মানিত করার প্রতীক।”