বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মৃত্যুর মুহূর্তে মার্কিন নারী সেনার তোলা ছবি প্রকাশ !

নিউজ ডেস্ক:

২০১৩ সালে আফগানিস্তানে এক বিস্ফোরণে মারা যান মার্কিন সেনাবাহিনীর একজন নারী আলোকচিত্রী হিলডা ক্লেটন ও চারজন আফগান। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তের দৃশ্যও ক্যামেরায় ধারণ করে গেছেন তিনি।

দীর্ঘ চার বছর পর হিলডা ক্লেটনের পরিবারের অনুমতি নিয়ে সেই ঘটনার ছবি প্রকাশ করেছে আমেরিকান মিলিটারি রিভিউ ম্যাগাজিন।

বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাঘমান এলাকায় প্রশিক্ষণ চলাকালে ২০১৩ সালের ২ জুলাই মর্টার শেল বিস্ফোরণে হিলডা ক্লেটন ও ওই চার আফগান মারা যান।

ক্লেটনের পরিবারের অনুমতি নিয়েই ওই ছবি প্রকাশ করা হয়।

ওই সংস্করণে লেখা হয়, যুদ্ধের ময়দানে কিংবা প্রশিক্ষণে নারী সৈন্যদের পুরুষদের পাশাপাশি কতটা ঝুঁকির মধ্যে থাকতে হয় ক্লেটনের মৃত্যু সেটারই প্রতীকী চিত্র তুলে ধরেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular