বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মুসলিমরাই ৯৫ ভাগ সন্ত্রাসী হামলার শিকার: ট্রাম্প

নিউজ ডেস্ক:

৯৫ ভাগ সন্ত্রাসী হামলার শিকার মুসলিমরা নিজেরাই- এমন মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্ত্রাসী হামলার সবচেয়ে বড় শিকার মুসলিমরাই বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরপরাধ মানুষ। সৌদি আরবের রাজধানী রিয়াদে রবিবার ৫৫টি আরব ও মুসলিম দেশের প্রতিনিধিদের ‘আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে’ তিনি এ কথা বলেন।

‘উগ্রবাদ নির্মূলে’ মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, শত্রু নির্মূলে যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করলে চলবে না। তাদেরকেই নেতৃত্ব দিতে হবে। যেসব রাষ্ট্রের নেতারা ‘উগ্রবাদের বিরুদ্ধে’ লড়াই করবেন, যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত।

এদিন ‘উগ্রবাদ নির্মূলে’ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে জোট গঠনের বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এই যুদ্ধ শুভ আর অশুভর মধ্যে। এটা কোনো ভিন্ন বিশ্বাস, গোষ্ঠী কিংবা সভ্যতার মধ্যে লড়াই নয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular