মুসলমানদের সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে : খামেনি

0
19

নিউজ ডেস্ক:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমাদের অবশ্যই বৈজ্ঞানিক উৎকর্ষতা বাড়াতে হবে। মুসলমানদের আবারও বৈজ্ঞানিক ও সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে। এতে করে মুসলিমপ্রধান নেতাদের যুক্তরাষ্ট্র কোনো নির্দেশ দিতে পারবে না।

নিজের অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া ওই বক্তব্যে তিনি আরো বলেন, মুসলিম গোষ্ঠী ও সম্প্রদায়গুলোর মধ্যে পারস্পরিক বোঝাপাড়ার মাধ্যমে যে আন্দোলনগুলো হচ্ছে, সেগুলো খুবই ভালো করতে পারছে। চিরশত্রু যুক্তরাষ্ট্রের মোকাবেলায় তেহরান সবসময়ই মুসলমানদের ঐক্যের আহ্বান জানিয়ে আসছে।

খামেনি বলেন, সব মুসলমানের মধ্যে ঐক্য ও বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জন করতে হবে। এতে করে যুক্তরাষ্ট্রের মতো দেশ বিশ্বের মুসলমানদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না।