বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মুলারকে টপকে গেলেন রোনালদো !

নিউজ ডেস্ক:

ঘরের মাঠে অপ্রতিরোধ্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে কোনভাবেই থামাতে পারেনি সেভিয়া। স্যান্টিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে পর্যুদস্ত করে দিয়েছেন রিয়াল মাদ্রিদের এ তারকা। তাঁর জোড়া গোলেই রিয়াল মাদ্রিদ ৪-১ হারিয়েছে সেভিয়াকে।

আর জোড়া গোলের সৌজন্যেই রোনালদো আরও দু’টি রেকর্ড গড়ে ফেললেন। ইউরোপের পাঁচটি বড় লিগ মিলিয়ে রোনালদো এখন সর্বোচ্চ গোলদাতা।

জার্মান কিংবদনন্তি গার্ড মুলারকে টপকে ব্রিটিশ ফুটবলার জিমি গ্রিভসকে ছুঁলেন রোনালদো। গার্ড মুলারের গোল সংখ্যা ছিল ৩৬৫, আর জিমি গ্রিভসের ৩৬৬।
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে রোনালদো প্রিমিয়ার লিগে ৮৪টি গোল করেছিলেন। রিয়ালে আসার পর লিগ ম্যাচে তাঁর মোট গোলসংখ্যা এখন ২৮২। দুই মিলিয়ে ৩৬৬ গোল রোনালদোর।

অন্যদিকে তার ঠিক পরেই রয়েছেন লিওনেল মেসি। তাঁর ঝুলিতে ৩৪৬টি গোল রয়েছে। জালাতান ইব্রাহিমোভিচ করেছেন ২৬৮টি গোল।

সূত্র: ফিফা ডটকম

Similar Articles

Advertismentspot_img

Most Popular