মুরগীর বাচ্চাকে দত্তক নিল বানর !

0
29

নিউজ ডেস্ক:

মুরগীকে লালনপালন করছে একটা কালো বানর। কখনও আঙুলগুলো দিয়ে তার লোম থেকে নোংরা বেছে দিচ্ছে তো কখনও তার সঙ্গে খেলছে।
ঠিক যেন মুরগীর বানর মা। বানর আর মুরগীতে এত মিলমিশ দেখতে পাবেন ইজরায়েলের রমত গান সাফারি পার্কে গেলেই।

রমত গান সাফারি পার্ক চিড়িয়াখানার নিভ নামে এক বানরের ঘরে একটা ছোট মুরগী ঢুকে পড়ে। সাধারণত কোনওরকম অচেনা প্রাণীকে নিজের ঘরে আশ্রয় দেয় না নিভ। কিন্তু ওই মুরগীর বাচ্চাটিকে সে তাড়িয়ে দেয়নি। উপরন্তু তাকে বেশ মাতৃস্নেহেই নিজের কাছে রেখেছে। আর ওই বাচ্চা মুরগীটিও বেশ নির্ভয়।

চিড়িয়াখানার মুখপাত্র মর পরাট জানান, নিভের বয়স এখন ৪ বছর। অর্থাৎ সে তার বয়ঃসন্ধিতে পৌঁছে গিয়েছে। কিন্তু তার জন্য এখনও উপযুক্ত পার্টনার পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘‘হরমোনের তারতম্যের জন্য এই সময়ে সমস্ত প্রাণীদের মধ্যেই মাতৃস্নেহের সঞ্চার হয়। নিভের ক্ষেত্রেও তাই হয়েছে। তাই মায়ের মতোর মুরগীটির যত্ন নিচ্ছে। ’’ এদিকে বানর মাকে পেয়ে সে বেশ খুশি মুরগীর ছানাটি। আসল মায়ের কাছে নাকি আর যেতেই চাইছে না সে।